ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে মার্কিন নাগরিক হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
বাগদাদে মার্কিন নাগরিক হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বাগদাদে যুক্তরাষ্ট্রের নাগরিক স্টিফেন ট্রোয়েলকে হত্যার ঘটনায় এক ইরানি ও চার ইরাকির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বৃহস্পতিবার ইরাকি একটি আদালত এই আদেশ দেন।

এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন।  

আদালতের এইটি সূত্র বলছে, এই হত্যার পেছনে মাস্টারমাইন্ড ইরানি ব্যক্তি। ট্রোয়েলের হত্যার পরপরই জড়িত সন্দেহে পাঁচজন গ্রেপ্তার হন।  

গত বছরের নভেম্বরে অপহরণের চেষ্টার পর ট্রোয়েলকে হত্যা করা হয়, পুলিশ সে সময় এমনটি বলেছিল। তিনি সপরিবারে বাগদাদে থাকতেন। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, তিনি ইংরেজি শিক্ষক ছিলেন।  

গেল বছর ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, বাগদাদের কারাদায় গাড়ি চালানোর সময় গুলিবিদ্ধ হন ট্রোয়েল।  

আদালত সূত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছে, অভিযুক্তরা খুনের দায় স্বীকার করেছেন। তারা মুক্তিপণের জন্য ট্রোয়েলকে অপহরণ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তাকে হত্যার উদ্দেশ্য ছিল না।  

চার ইরাকির নাম প্রকাশ কর হয়নি। আদালতের কর্মকর্তারা বলছেন, তারা একটি আধাসামরিক বাহিনীর সদস্য।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।