ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সন্ধ্যায় বুকের সংক্রমণ নিয়ে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছে এনডিটিভি

 

হাসপাতাল থেকে বলা হচ্ছে, সোনিয়া কিছুদিন ধরে তার বুকের সংক্রমণজনিত সমস্যার কথা বলে আসছিলেন। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৭৬ বছর বয়সী কংগ্রেস নেত্রী ও উত্তর প্রদেশের রায় বারেলির সাংসদ সোনিয়া কাশ্মীরের শ্রীনগর থেকে আসার পর কদিনের মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি হতে হলো।  

তবে বার্তা সংস্থা এএনআই বলছে, সোনিয়া গান্ধী হালকা জ্বরের লক্ষণ নিয়ে রোববার হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সূত্র।  

সোনিয়াকে সবশেষ মুম্বাইয়ে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে দেখা গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।