ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি বোমায় ফিলিস্তিনি কবির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, অক্টোবর ২৪, ২০২৩
ইসরায়েলি বোমায় ফিলিস্তিনি কবির মৃত্যু

গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় ফিলিস্তিনি কবি হেবা কামাল আবু নাদা মারা গেছেন। খবর গালফ টুডে।

ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিহত কবির জন্য শোক প্রকাশ করেছে। হেবা কামাল গল্প, উপন্যাস ও কবিতা লিখেছেন।

১৯৯১ সালের ২৪ জুন সৌদি আরবে জন্মগ্রহণ করেন হেবা কামাল। তার জন্মের বহু বছর আগে ১৯৪৮ সালে ফিলিস্তিনের বেইত জিরজা গ্রাম থেকে তার পরিবার বাস্ত্যুচ্যুত হয়।

হেবা কামাল বায়োকেমিস্ট্রি এবং শিক্ষাগত পুনর্বাসন নিয়ে অধ্যয়ন করেছেন, শিক্ষা ক্ষেত্রে কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। ‘অক্সিজেন ইজ নট ফর দ্য ডেড’ উপন্যাসের জন্য তিনি শারজাহ পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।