ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অর্থ আত্মসাতের অভিযোগে কুয়েতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
অর্থ আত্মসাতের অভিযোগে কুয়েতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড ফাইল ফটো

কুয়েতের সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল-জাররাহ আল-সাবাহকে সামরিক তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দেশটির সর্বোচ্চ আদালত এ দণ্ড দেন।

কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-সাবাহও একই ধরনের অভিযোগের মুখোমুখি হন। তবে আদালত তাকে তহবিল থেকে আত্মসাতকৃত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তারা উভয়েই তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।

শেখ জাবের ২০১১ সালে কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০১৯ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

আইন প্রণেতাদের অনাস্থা ভোটে শেখ খালিদ পদত্যাগ করতে বাধ্য হন। তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী শেখ নাসের সাবাহ আল-আহমেদ সরকারের পদত্যাগের দুই দিন পরে একটি বিবৃতিতে বলেছিলেন, আমি দায়িত্ব গ্রহণের আগেই সামরিক তহবিলে প্রায় ২৪০ মিলিয়ন দিনার ঘাটতি ছিল। এ সমস্যা এড়াতেই আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি।

শেখ জাবের এবং শেখ খালিদ ২০২২ সালের মার্চ মাসে অর্থ আত্মসাতের অভিযোগ থেকে খালাস পেয়েছিলেন কিন্তু কুয়েত প্রসিকিউশনের আপিলের ভিত্তিতে মামলাটি পুনরুজ্জীবিত হয়।

সূত্র: আল-আরাবিয়া নিউজ

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।