ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে গোলাগুলি, হতাহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে গোলাগুলি, হতাহত ৬

নিউইয়র্ক সিটির সাবওয়ে স্টেশনে গোলাগুলিতে ছয়জন হতাহত হয়েছে। বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন একজন।

বাকিরা আহত, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের সাবওয়েতে গোলাগুলির ভুক্তভোগী হয়েছে কিশোর-কিশোরী ও বয়স্ক মানুষ।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের একটি ট্রেন প্ল্যাটফর্মে কিশোরদের দুটি দলে বচসা হয়। এরপরই গোলাগুলির ঘটনা ঘটে।

এমন সময় ঘটনাটি ঘটে, যখন কর্মজীবী ও শিক্ষার্থীরা সাবওয়ে স্টেশনটি বেশি ব্যবহার করে।

পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে ১৪ বছরের এক কিশোরী। অপরদের মধ্যে ১৫ বছরের এক কিশোর ও ৭১ বছর বয়সী ব্যক্তিও রয়েছেন।

গোলাগুলির এ একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট বন্দুকধারীর সন্ধান করছে পুলিশ।

নিউইয়র্ক সিটির পুলিশ ট্রানজিট প্রধান মাইকেল কেম্পার বলেছেন, ট্রেনে দুটি গ্রুপের মধ্যে বিরোধের জেরে গোলাগুলি হয়েছে। তদন্ত চলছে। হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।