ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শুক্রবার মস্কোয় সমাহিত হচ্ছেন নাভালনি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
শুক্রবার মস্কোয় সমাহিত হচ্ছেন নাভালনি

রাশিয়ায় কারাগারে মারা যাওয়া অ্যালেক্সি নাভালনিকে শুক্রবার মস্কোর কোনো একটি সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে। এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন।

খবর বিবিসির।

ম্যারিনো জেলায় এক বিদায় অনুষ্ঠানের পর বোরিসোভস্কয়ে সমাহিত করার কাজ সম্পন্ন হবে।  

মঙ্গলবার বিরোধী এ নেতার মুখপাত্র বলেন, তার দল অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য একটি ঘর খুঁজছে। কিছু লোক যখন জানতে পারে, কার শেষকৃত্য সম্পন্ন হবে, তখন তারা ঘর দিতে অস্বীকার করে।  

চলতি মাসেই এক আর্কটিক কারাগারে হঠাৎই মারা যান নাভালনি।  

গত কয়েক বছর ধরে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক বলে পরিচিত ছিলেন। স্ত্রী ইউলিয়া নাভালনায়াসহ বিশ্বনেতাদের অনেকে তার মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করছেন।  

নাভালনির দল চেয়েছিল ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শেষকৃত্য সম্পন্ন করতে। তবে দ্রুতই এটি স্পষ্ট হয়ে যায় যে, ওইদিন কবর খোঁড়ার মতো কেউ নেই। নাভালনির অ্যান্টি করাপশন ফাউন্ডেশনের পরিচালক ইভান ঝদানভ এক্স হ্যান্ডলে এমনটি জানান।  

ঝদানভ এমনটি বোঝান যে, একই দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেডারেল অ্যাসেম্বলিতে তার বাৎসরিক ভাষণ দেবেন।  

তিনি লেখেন, ক্রেমলিন এটি জানে, নাভালনির বিদায়ের দিনে পুতিন ও তার ভাষণকে কেউ পাত্তা দেবে না।

নাভালনিকে বিদায় জানানোর সুযোগ পেতে তাড়াতাড়ি পৌঁছাতে লোকজনকে উৎসাহিত করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।