ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হুতিদের ২৮ ড্রোন ধ্বংস করল জোট বাহিনী 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
হুতিদের ২৮ ড্রোন ধ্বংস করল জোট বাহিনী 

ইয়েমেন থেকে ছোঁড়া হুতিদের ২৮টি ড্রোন ধ্বংস করেছে ব্রিটিশ, মার্কিন ও ফরাসি নৌবাহিনী।  যুক্তরাষ্ট্র বলেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর বড় আকারের আক্রমণের হুমকি চিহ্নিত করার পর পাল্ট পদক্ষেপ নিয়েছে তারা।

 

মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানায়, হুথিদের হামলায় কোনো মার্কিন বা জোট বাহিনীর সামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এবং বাণিজ্যিক জাহাজের কোনও ক্ষতির খবরও পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, রয়্যাল নেভি ফ্রিগেট এইচএমএস রিচমন্ড গত শুক্রবার রাতে হুথিদের নিক্ষেপ করা দুটি ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাজ্য এবং আমাদের মিত্ররা মানুষের জীবন বাঁচাতে এবং নৌচলাচলের স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় কাজ করে যাবেন তারা।

হুতি গোষ্ঠী বলেছে, প্রোপেল ফরচুন নামে একটি বাণিজ্যিক জাহাজ এবং বেশ কয়েকটি মার্কিন ড্রেস্টয়ারকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছিল তারা।

লোহিত সাগরে হুথিদের এই হামলা বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে এবং অনেকের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে বলে দাবি পশ্চিমাদের। হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোটের হামলা-পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।