ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আটক ‘ইসরায়েলি’ জাহাজের ৫ ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মে ১০, ২০২৪
আটক ‘ইসরায়েলি’ জাহাজের ৫ ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান

ইরানে আটক ১৭ ভারতীয় নাবিকদের মধ্যে পাঁচজনকে মুক্তি দিয়েছে ভারত। এই নাবিকরা ইরানের হাতে আটক ইসরায়েলের সংগে সম্পর্কযুক্ত একটি জাহাজে কর্মরত ছিলেন।

 

জাহাজটি লন্ডনভিত্তিক জোডিয়াক মেরিটাইম সংশ্লিষ্ট, যা ইসরায়েলি বিলিয়নিয়ার ইয়াল ওফার ও তার পরিবারের পরিচালিত জোডিয়াক গ্রুপের মালিকানাধীন। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে ভারতে যাওয়ার পথে গত ১৩ এপ্রিল ইরানের ইসলামিক রেভল্যুশনারিক গার্ড কর্পস (আইআরজিসি) জাহাজটি আটক করে।

ইরানে ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এমএসসি অ্যারিস-এর ভারতীয় নাবিকদের মধ্যে আরও ৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং আজ সন্ধ্যায় তারা ইরান ছেড়ে যাবে। গত ১৮ এপ্রিল এই জাহাজের আরেক নাবিক কেরালার ত্রিশুরের বাসিন্দা অ্যান টেসা জোসেফকে মুক্তি দিয়েছিল ইরান। খবর এনডিটিভি

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে জানিয়েছেন হরমুজ প্রণালী থেকে আটক করা ইসরায়েল-‘সংশ্লিষ্ট’ জাহাজ ‘এমএসসি অ্যারিস’এ থাকা ১৭ ভারতীয় নাবিকদের সঙ্গে খুব শীঘ্রই ভারতীয় সরকারি কর্মকর্তাদের দেখা করার অনুমতি দেওয়া হবে।

 

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ১০, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।