ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মাদকচক্রের সংঘর্ষে জেড়ে মেক্সিকোতে ২১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৭, জুলাই ২, ২০১০

মেক্সিকো: মেক্সিকোতে সন্দেহভাজন মাদকচক্রের সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে ২১ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মেক্সিকোর সোনোরা রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মেক্সিকোর বিচারবিভাগীয় কর্মকর্তারা।

মার্কিন সীমান্ত থেকে মাত্র ১২ মাইল দূরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সোনোরা রাজ্যের অ্যাটর্নী জেনারেল কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, এ সংঘর্ষে মাদক পাচারকারী ও অজ্ঞাতসংখ্যক অবৈধ অভিবাসীদের দুটি দল জড়িত ছিল। পরবর্তীতে পুলিশ এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৬ জনের শরীরে গুলির আঘাত ছিল বলেও বিবৃতিটিতে জানানো হয়।  

উল্লেখ্য, মেক্সিকোর উত্তরের সীমান্ত অঞ্চলগুলি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্টে মাদক পাচারের পথ হিসাবে ব্যবহার হয়ে আসছে। মাদক চোরাচালান নিয়ে এসব এলাকায় সংঘবদ্ধ মাদক পাচারকারী দল ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ লেগেই থাকে। মাদক সংক্রান্ত সংঘর্ষের জেড়ে গত সাড়ে তিন বছরে মেক্সিকোতে প্রায় ২৩ হাজার মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫.২৩ ঘন্টা, ২ জুন, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।