ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউ অরলিন্সে হামলায় ব্যবহৃত ট্রাকে আইএসের পতাকা পেল এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
নিউ অরলিন্সে হামলায় ব্যবহৃত ট্রাকে আইএসের পতাকা পেল এফবিআই ঘটনাস্থলে এফবিআই

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে খ্রিষ্টীয় নববর্ষ উদযাপনরত জনতার ওপর ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় নিহত সন্দেহভাজন হামলাকারীর পরিচয় মিলেছে। হামলায় ব্যবহৃত ট্রাকে পাওয়া গেছে আইএসের পতাকা।

সন্দেহভাজন ওই ব্যক্তি ৪২ বছর বয়সী মার্কিন নাগরিক শামসুদ-দিন জব্বার। তিনি টেক্সাসের বাসিন্দা। বলা হচ্ছে, তিনিই একটি পিক-আপ ট্রাক দ্রুত গতিতে চালিয়ে জনতার ওপর তুলে দেন। এতে ১০ জন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হন।

এফবিআই বলছে, ওই হামলায় ব্যবহৃত ট্রাকে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর পতাকা পাওয়া গেছে এবং তারা এই হামলাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বিবেচনায় তদন্ত করছে। তদন্তকারীরা বলছেন, তাদের বিশ্বাস, সন্দেহভাজন ওই ব্যক্তি হামলায় এককভাবে দায়ী নন।

ট্রাকে এবং আশপাশে বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে। এফবিআই কর্মকর্তা আলেথিয়া ডানকান বলেন, সন্দেহভাজন হামলাকারী একজন সাবেক সেনাসদস্য। তিনি জানান, কর্মকর্তারা মনে করছেন, ওই ব্যক্তি চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত ছিলেন। তবে এটি নিশ্চিত করা যায়নি।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে স্থানীয় সময় রাত সোয়া ৩টার দিকে হামলার ঘটনা ঘটে। ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

প্রত্যক্ষদর্শীরা হামলার দৃশ্যকে ভয়াবহ বলে বর্ণনা করেন। সেখানে পথচারীদের অনেকে ভুক্তভোগীদের সাহায্য করতে ছুটে আসেন। আবার অনেকে নিজেদের নিরাপত্তার জন্য দৌড়ে পালান।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারী ট্রাকচালক যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা তিনি যেকোনোভাবেই করতে চেয়েছিলেন। তিনি পুলিশ কর্মকর্তাদের দিকে গুলিবর্ষণও করেন।

পুলিশের সুপারিনটেনডেন্ট অ্যান কার্কপ্যাট্রিক বলেন, গত ২৪ ঘণ্টায় ফ্রেঞ্চ কোয়ার্টারে প্রায় ৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা ছিল। গত রাতে আমাদের তিনজন কর্মকর্তা ওই হামলাকারীকে মোকাবিলা করেন। হামলাকারী তাদের দিকে গুলি ছোড়েন।  

পুলিশের এই কর্মকর্তা বলেন, অভিযুক্ত সন্দেহভাজনকে তারা গুলি করে হত্যা করেছেন। পাল্টা গুলিতে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।