ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছেই, ২৪ ঘণ্টায় ঝরল ৭১ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছেই, ২৪ ঘণ্টায় ঝরল ৭১ প্রাণ ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার চিত্র। ছবি: আনাদোলু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা চলছেই। তাদের নির্বিচার বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৭১ ফিলিস্তিনির প্রাণ ঝরেছে।

এর মধ্যে উপত্যকার পুলিশ বাহিনীর প্রধান ও তার সহকারীও রয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজায় ৩৪টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে নুসেইরাত শরণার্থী শিবির এলাকায় একটি আবাসিক ভবনেও হামলা হয়। তারও আগে আল মাওয়াসির ‘মানবিক অঞ্চলে’ এক উদ্বাস্তু শিবিরের তাঁবু হামলা চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর দখলদার বাহিনী।

বিবিসির খবর অনুসারে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে গাজার পুলিশ বাহিনীর প্রধান মাহমুদ সালাহ ও তার সহকারী হুসসাম শাহওয়ানও রয়েছেন। বর্ষীয়ান কর্মকর্তা সালাহ এই বাহিনীতে ৩০ বছরের বেশি সময় কাটিয়েছেন। ছয় বছর ধরে বাহিনীর প্রধান ছিলেন তিনি।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, দুই পুলিশ কর্মকর্তা আমাদের জনগণের সেবায় তাদের মানবিক ও জাতীয় দায়িত্ব পালন করে আসছিলেন। ইসরায়েল বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি গাজায় মানবিক সংকট গভীর করছে।

হামলার পরের ভিডিওতে দেখা যায়, জ্বলন্ত তাঁবুতে মানুষ বেঁচে থাকা লোকেদের খুঁজে ফিরছিল। হামলায় আশ্রয় শিবিরে কাপড় শুকানোর জন্য টানানো দড়িগুলোও জ্বলে গিয়েছিল।

দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আজোম জানান, সর্বশেষ হামলাগুলোতে উত্তেজনা বেড়েছে। শহরের উপকণ্ঠে একটি গ্যাস স্টেশনে আরেক হামলায় নয়জন নিহত হয়েছেন।

তিনি বলেন, মরদেহগুলো আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। সেই নির্মম হামলায় দেহগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। আমরা দেখেছি মায়েরা কাঁদছেন।

ইসরায়েলের সঙ্গে চিকিৎসকদের সম্পর্ক ছিন্ন করার আহ্বান
গত ১৪ মাসে গাজায় চিকিৎসাখাতের সহস্রাধিক পেশাজীবীকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিশ্বের চিকিৎসক ও সেবাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, ‘গাজায় আপনাদের সহস্রাধিক সহকর্মীকে হত্যা করা হয়েছে। আরও অসংখ্য স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার, নির্যাতিত ও গুম হয়েছেন। এই অযাচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং সহকর্মীদের প্রতি সংহতি জানিয়ে আপনাদের বিদ্রোহ করা উচিত। গণহত্যা বন্ধ না করা ও এর বিচার না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো উচিত আপনাদের। তাহলে কীজন্য অপেক্ষা করছেন?’

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।