ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১৩, তেল ডিপোতে ইউক্রেনের পাল্টা হামলা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
ইউক্রেনে রুশ হামলায় নিহত ১৩, তেল ডিপোতে ইউক্রেনের পাল্টা হামলা 

দক্ষিণ ইউক্রেনের জাপোরিজজিয়া শহরে রাশিয়া বোমা হামলায় কমপক্ষে ১৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

অঞ্চলটির গভর্নর ইভান ফেডোরভ এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ওই হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন।

একই সময়ে, জাপোরিজজিয়ার দক্ষিণে স্টেপনোগিরস্ক নামক একটি গ্রামেও রাশিয়ান হামলায় আরও দুইজন নিহত হয়েছেন। গ্রামটি যুদ্ধরেখার খুব কাছাকাছি অবস্থিত বলে জানান তিনি।

এদিকে, রাশিয়ার সারাতভ শহরে একটি তেল ডিপোতে ইউক্রেনের হামলার পর সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে গিয়ে দুইজন দমকলকর্মী নিহত হয়েছেন। সারাতভের গভর্নর রোমান বুসাগ্রিন এ তথ্য নিশ্চিত করেছেন।  

উল্লেখ্য, সারাতভ শহরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনা আরও বেড়ে সংঘর্ষ নতুন মাত্রা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।