ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শপথ নিতে ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
শপথ নিতে ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ (সোমবার) শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে তিনি শপথ অনুষ্ঠানস্থল ক্যাপিটলে পৌঁছেছেন।

তার সঙ্গে রয়েছেন জো বাইডেনও।

এর আগে হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। এরপর তারা ক্যাপিটলের উদ্দেশে একই গাড়িতে করে রওনা হন।  

তাদের গাড়ির সামনে ও পেছনে অন্যান্য গাড়িতে পুলিশ ও সিক্রেট সার্ভিসের বহু সদস্যরা ছিলেন। তারা যে সড়ক দিয়ে যাচ্ছিলেন, সেটির দুই পাশে নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়।

এরইমধ্যে ক্যাপিটলের শপথ অনুষ্টানস্থলে নিমন্ত্রিতরা জড়ো হতে শুরু করেছেন। তাদের মধ্যে ইলন মাস্ককেও দেখা গেছে। রিপাবলিকান আইনপ্রণেতারা একে একে ক্যাপিটলে আসছেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ও বিল ক্লিনটনও শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

ট্রাম্পের আসন্ন প্রশাসন ইঙ্গিত দিয়েছে, তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন। এর পাশাপাশি আরও বেশ কিছু নির্বাহী আদেশের পরিকল্পনা রয়েছে, যা শপথের পর দিনের শেষভাগে ঘোষণা করা হবে।

গত নভেম্বরের নির্বাচনে জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।