ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের পর এক আয়োজনে ভাষণ দেওয়ার সময় করা অঙ্গভঙ্গি নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

ওই অভিষেক অনুষ্ঠানে এক্স, স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক যখন মঞ্চে ওঠেন, তখন তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।

একপর্যায়ে তিনি এক বিশেষ অঙ্গভঙ্গি করেন।

 

দর্শকদের অনেকেই ওই ভঙ্গিকে ‘নাৎসি’ বা ‘ফ্যাসিবাদী’ স্যালুট হিসেবে বর্ণনা করেন। এ নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে।

ট্রাম্প সমর্থকদের উদ্দেশে মাস্ক বলেন, ৪ নভেম্বরের নির্বাচনে জয় সাধারণ কোনো বিজয় নয়। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় তিনি বলেন, এটি ছিল মানব সভ্যতার পথচলায় এক গুরুত্বপূর্ণ মোড়।

তিনি বলেন, এটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ ছিল। এটি বাস্তবায়ন করার জন্য আপনাদের ধন্যবাদ! ধন্যবাদ।

এই কথা বলে মাস্ক তার ডান হাত বুকে চাপিয়ে ধরে উপরের দিকে একটি কোণে হাত প্রসারিত করেন, যেখানে তার তালু নিচের দিকে এবং আঙুলগুলো একসঙ্গে ছিল।

এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটান্ডায় ট্রাম্প শপথ নেন।  

শপথ অনুষ্ঠানে স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জুকারবার্গ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।