দ্বিতীয় দফা বন্দিবিনিময় হওয়ার পরেও হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চলে তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন না।
হামাসের বিরুদ্ধে অস্ত্রবিরতি চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনে গাজার উত্তরে যাওয়ার প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
গতকাল (২৫ জানুয়ারি) হামাস চারজন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় বিনিময়ে ইসরায়েল ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। এছাড়াও চুক্তির শর্ত অনুযায়ী উত্তর গাজার বাসিন্দাদের সেদিন তাদের অঞ্চলে ফেরার অনুমতি দেওয়ার কথা ছিল।
কিন্তু ইসরায়েল বলছে, হামাস যতক্ষণ পর্যন্ত না ইসরায়েলি নাগরিক আরবেল ইয়েহুদকে মুক্তির পরিকল্পনা ঘোষণা করছে ততক্ষণ গাজার মানুষদের উত্তর দিকে যাতায়াত করতে দেওয়া হবে না। তবে হামাস দাবি করেছে যে আরবেল জীবিত আছেন এবং আগামী সপ্তাহে মুক্তি পাবেন।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায়, যখন হাজার হাজার ফিলিস্তিনি যখন গাজার কেন্দ্রে আল-রাশিদ সড়কের পাশে বাড়িতে ফিরে যাওয়ার জন্য জমায়েত হয়েছিল, তখন ইসরায়েলি বাহিনীর তরফ থেকে গুলি চালানোর খবর পাওয়া যায়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, ওই সময় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে।
বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, একটি ভিডিওতে ঘটনাটির সময় চারটি গুলির শব্দ শোনা যায়, তবে তারা এখনও হতাহতের বিষয়গুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, কেন্দ্রীয় গাজায় তাদের সৈন্যরা ‘হুমকি তৈরি করতে পারে এমন বহু সন্দেহভাজনদের’ চিহ্নিত করার পর গুলি চালানো হয়েছে। তারা আরও দাবি করেছে এসব গুলি দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে চালানো হয়েছে এবং ক্ষতির উদ্দেশ্যে নয়।
এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী কাতার ও মিসর হাজার হাজার ফিলিস্তিনিকে উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি আদায়ে কিছু অগ্রগতি করতে পেরেছে বলে জানা গেছে। তবে ইসরায়েলি ট্যাংকগুলো এখনো সেই উপকূলীয় সড়ক অবরোধ করে রেখেছে যেখান দিয়ে মানুষদের উত্তর দিকে যাওয়ার কথা ছিল।
ইসরায়েল হামাসের কাছে আরবেল ইয়েহুদ-এর জীবিত থাকার প্রমাণ চেয়েছে এবং মনে করা হচ্ছে হামাস মিসরীয়দের কাছে সেই প্রামণ সরবরাহ করেছে।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এমএম