ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বললেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বৈরশাসক, এমনটি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্র্যুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, জেলেনস্কি যদি দ্রুত পদক্ষেপ না নেন, তবে তার দেশ ইউক্রেন আর টিকবে না।

জেলেনস্কিকে স্বৈরশাসক তকমা দিয়ে তিনি লেখেন, আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনস্কি ভয়াবহ কাজ করেছেন। তার দেশ ধ্বংস হয়ে গেছে। লাখ লাখ মানুষ অকারণে প্রাণ হারিয়েছে।

ট্রাম্প আরও লেখেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র সফলভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।

জেলেনস্কির প্রেসিডেন্সির মেয়াদ গত বছরের মে মাসে শেষ হয়ে যায়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেন সামরিক আইনের অধীনে রয়েছে। এ কারণে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য একটি বৈঠকের কথা শোনা যাচ্ছে।

মঙ্গলবার পাম বিচের মার-আ-লাগো রিসোর্টে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, বৈঠকটি সম্ভবত মাস শেষ হওয়ার আগেই অনুষ্ঠিত হবে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি সানন্দে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।  

মঙ্গলবার ক্রেমলিন জানায়, ইউক্রেন যুদ্ধের ইতি টানতে প্রয়োজন হলে পুতিন জেলেনস্কির সঙ্গে আলোচনায় প্রস্তুত। যদিও এর আগে, পুতিন বারবার জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
আরএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।