ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০১, মার্চ ৫, ২০২৫
পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় বান্নু শহরের ক্যান্টনমেন্টে গাড়িবোমা হামলায় অন্তত ১২ জনের প্রাণ গেছে। পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

খবর আল জাজিরার।

নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, বান্নুতে দুই হামলাকারী বিস্ফোরকভর্তি দুটি গাড়ি নিয়ে ক্যান্টনমেন্টের দেয়ালে আঘাত করে। এরপর আরও কিছু হামলাকারী ভেতরে প্রবেশের চেষ্টা করে, তবে নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে।
 
বান্নু জেলা হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ নোমান জানান, মঙ্গলবার সন্ধ্যার ওই হামলায় ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, নিহত ও আহতরা সবাই সাধারণ নাগরিক। তারা ধ্বংসস্তূপ ও দেয়ালের নিচে চাপা পড়েছিলেন।

হাসপাতালের তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে।

পাকিস্তান তালিবান সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে, এতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে জানান, হামলার পর গুলি বিনিময়ে ছয়জন হামলাকারী নিহত হয়েছে। তিনি জানান, শক্তিশালী বিস্ফোরণে ওই এলাকায় চার ফুট গভীর দুটি গর্ত তৈরি হয়েছে এবং আশপাশের অন্তত আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জইশ আল-ফুরসান হামলার দায় স্বীকার করেছে। রমজান শুরুর পর এটি পাকিস্তানে তৃতীয় হামলা। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, বিস্ফোরকভর্তি গাড়ি ব্যবহার করেই হামলা চালানো হয়েছে।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর এই হামলার নিন্দা জানিয়ে বলেন, তিনি বিস্ফোরণের বিষয়ে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের থেকে একটি প্রতিবেদন চেয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।