উত্তর মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ জন।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন, স্থানীয় সময় গতরাত আনুমানিক আড়াইটারদিকে রাজধানী স্কোপিয়ে থেকে প্রায় ১০০ কিমি পূর্বে অবস্থিত 'পালস' নামের ক্লাবটিতে আগুন লাগে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, পুরো ভবনটিই আগুনে জ্বলছে, মানুষ আতঙ্কে ছোটাছুটি করছে।
সেদিন রাতে ক্লাবটিতে চলছিল দেশটির জনপ্রিয় হিপ-হপ ব্যান্ড ডিএনকে-এর কনসার্ট। প্রায় দেড় হাজার মানুষ জড়ো হয়েছিলেন এই পারফরম্যান্স দেখতে। হঠাৎ করেই উৎসবের আমেজ বদলে যায় বিভীষিকায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাঞ্জে তোস্কোভস্কি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্লাবের ভেতরে ব্যবহৃত আতশবাজি থেকে স্ফুলিঙ্গ ছিটকে পড়ে ফলস সিলিংয়ে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।
তিনি সাংবাদিকদের আরও জানান, ছাদের তৈরি উপকরণ অত্যন্ত দাহ্য ছিল। এই কারণে আগুন দ্রুত পুরো ক্লাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ব্যান্ডটি মঞ্চে গান গাওয়ার সময় হঠাৎ দুটি ফ্লেয়ার জ্বলে ওঠে। এর কিছুক্ষণের মধ্যেই ছাদে আগুন ধরে যায় এবং আগুন দ্রুত পুরো ক্লাবটিকে গ্রাস করে।
দেশটির প্রধানমন্ত্রী হ্রিস্টিজান মিকোস্কি ঘটনাটিকে জাতির জন্য এক শোকাবহ দিন বলে উল্লেখ করে বলেন, এতগুলো তরুণ প্রাণ হারানোর এই ট্র্যাজেডি আমাদের জন্য অত্যন্ত বেদনার। সরকার পূর্ণ শক্তি নিয়ে কাজ করছে, যাতে ঘটনার কারণ নিরূপণ এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া যায়।
কোচানি শহরের হাসপাতাল জানিয়েছে, তারা অন্তত ৯০ জন আহতকে ভর্তি করেছে, যাদের অনেকের শরীরে গুরুতর দগ্ধের ক্ষত রয়েছে। পরে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী স্কোপিয়ের হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৫
এমএম