ঢাকা, শুক্রবার, ৬ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত 

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন অঞ্চলটিতে বৃহস্পতিবার ভোর থেকে (২০ মার্চ) ইসরায়েলি বোমাবর্ষণের পর অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানিয়েছে, ইসরায়েলি বোমাগুলি গাজার উত্তর ও দক্ষিণের বিভিন্ন বাড়িতে আঘাত হেনেছে, তবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

বুধবার, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজার মধ্য এবং দক্ষিণ অঞ্চলে আবারও ভূমি অভিযান শুরু করেছে।

এই অভিযানটি একদিন পরেই বিমান আক্রমণে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়, যা অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া সংঘর্ষের মধ্যে  সবচেয়ে বেশি হতাহতের ঘটনা।

এরই মধ্যে মঙ্গলবার থেকে, বিমান আক্রমণে ৫১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে অর্ধেকেরও বেশি ছিল মহিলা এবং শিশু, বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তাদের অভিযান গাজার নেটজারিম করিডোরের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়িয়ে, গাজার উত্তর এবং দক্ষিণের মধ্যে একটি আংশিক বাফার জোন তৈরি করছে।

বৃহস্পতিবার, রয়টার্সকে এক হামাস কর্মকর্তা জানান, মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে আলোচনা বাড়ানোর চেষ্টা করছে, তবে এখনো কোনো সাফল্য আসেনি। এছাড়া ইসরায়েলি হামলার জবাবে হামাস এখনও তাদের প্রতিশোধ নেওয়ার জন্য কোনো স্পষ্ট হুমকি দেয়নি।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এমএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।