ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে সৌদিতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
ইউক্রেন ইস্যুতে সৌদিতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনা শুরু রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে বৈঠকের আয়োজন করা হয়েছে

ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে সৌদি আরবে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সোমবার সৌদি আরবে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তারা এই আলোচনা শুরু করেন।

ওয়াশিংটন ও কিয়েভের প্রতিনিধিরা তাদের নিজেদের মধ্যে আলোচনা করার একদিন পরি এই আলোচনা শুরু হলো।  

তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানার ওপর জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা করছেন, রিয়াদের আলোচনা একটি অগ্রগতির পথ তৈরি করতে পারে।

রিয়াদ থেকে বিবিসির সংবাদদাতা ফ্র্যাংক গার্ডনার জানান, আজকের আলোচনার লক্ষ্য হলো সীমিত যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো।

রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। কিয়েভ জানায়, রাশিয়া গত রাতে অন্তত ৯৯টি ড্রোন হামলা চালিয়েছে। এর আগে রোববার কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত হন, যার মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও ছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের অবসান ঘটাতে মস্কোর ওপর নতুন করে চাপ প্রয়োগে মিত্রদের আহ্বান জানিয়েছেন।  

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আগ্রাসন চালায়। বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।