ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনেসার প্রেমে ভাসছেন টাইগার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
ভেনেসার প্রেমে ভাসছেন টাইগার

বাতাসে বইছে প্রেম আর সেই প্রেমে ভাসছেন গলফ দুনিয়ায় জনপ্রিয় ব্যক্তিত্ব টাইগার উডস। তার প্রেমিকা ভেনেসা ট্রাম্প, যিনি এক সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়রের স্ত্রী ছিলেন।

১৫ বার গলফ জয়ী টাইগার উডস ৯০ দশকের সেরা গলফার হিসেবেই পরিচিত। যৌন কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছিল তার।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবর, ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে অনেক দিন ধরেই প্রেমে সম্পর্কে রয়েছেন টাইগার। গত কয়েকদিন ধরে তাদের বিয়ের খবর বাতাসে ভেসে বেড়াচ্ছিল।

খবরটি যে অসত্য নয়, সেটি নিশ্চিত করেছেন টাইগার। নিশ্চিত করেছেন, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সাবেক স্ত্রী ভেনেসার সঙ্গে সম্পর্ক আছে তার।

তাছাড়া নিজের এক্স অ্যাকাউন্টে দুটি ছবি প্রকাশ করেছেন টাইগার উডস। একটিতে দেখা যায় ভেনেসার সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে আছেন তিনি। অপর ছবিতে তাদের শুয়ে থাকতে দেখা যায়।

ছবির ক্যাপশনে টাইগার লিখেছেন, বাতাসে শুধুই ভালোবাসা। আর তুমি আমার পাশে থাকলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। আমরা এক সঙ্গে জীবনে নতুন পথ চলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই সময়ে আমাদের প্রিয়জনদের অনুরোধ করব গোপনীয়তা বজায় রাখতে।

৪৭ বছর বয়সী ভেনেসা ২০০৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ সন্তান ট্রাম্প জুনিয়রের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তাদের পাঁচ সন্তান রয়েছে। দীর্ঘ ১৩ বছর পর ২০১৮ সালে এ সম্পর্কের ইতি টানেন ভেনেসা।

এদিকে, একাধিকবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন গলফ তারকা উডস। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে হইচই ফেলেছিলেন বিশ্বে। প্রভাব পড়েছিল ক্যারিয়ার ও দাম্পত্য জীবনে। পরে বিচ্ছেদ ঘটে স্ত্রী এলিন নর্ডেগ্রেনের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।