তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান তার বিরোধীদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার এবং দেশকে অস্থিতিশীল করার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, ইস্তানবুলের মেয়র একরেম ইমামওগলুর আইনি সমস্যাকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ তুরস্কে অশান্তি সৃষ্টি করছে।
এক টেলিভিশন ভাষণে এরদোয়ান অভিযোগ করেন, এই বিক্ষোভকে পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, এর পেছনে যারা রয়েছে, তারা শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি হবে এবং নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করবে। বিরোধীদের এই কর্মকাণ্ড একসময় শেষ হবে, আর তখন তারা বুঝতে পারবে যে দেশের ক্ষতি করে তারা কত বড় ভুল করেছে।
ইমামওগলুর বিরুদ্ধে আদালতের রায় ঘোষণার পর তুরস্ক জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, বিশেষ করে বড় শহরগুলোতে উত্তেজনা বাড়তে থাকে।
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন, পাশাপাশি সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, যা রাজনৈতিক অস্থিরতাকে আরও তীব্র করে তুলেছে।
এরদোয়ান এই সহিংসতার জন্য সরাসরি বিরোধী দল, বিশেষ করে রিপাবলিকান পিপলস পার্টি-কে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে এবং সম্পদ ধ্বংস করেছে।
এরদোয়ান বলেন, এই আন্দোলন এখন নিছক সহিংসতায় পরিণত হয়েছে। যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে।
গত সপ্তাহের বুধবার ইমামওগলুকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আটক করা হয়।
এরপর রবিবার ভোরে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তবে আদালত সন্ত্রাসবাদের অভিযোগে তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেয়নি।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২৫,২০২৫
এমএম