ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া

পবিত্র রমজান মাস শেষের দিকে। শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষায় মুসলিম বিশ্ব।

চাঁদ দেখা সাপেক্ষে হবে ঈদুল ফিতর উদ্‌যাপন। সেজন্য প্রস্তুত জাতীয় চাঁদ দেখা কমিটিও।

এদিকে প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।  আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপন হবে বলে জানিয়েছে দেশটির ফতোয়া কাউন্সিল।

শনিবার (২৯ মার্চ) গালফ নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য-উপাত্ত ও শাওয়ালের চাঁদের অবস্থানের ওপর ভিত্তি করে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপনের তারিখ ঘোষণা করেছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র নিশ্চিত করেছে যে, শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা আরব ও মুসলিম বিশ্বে অসম্ভব। যেহেতু চাঁদ সূর্যের আগে অস্ত যাবে এবং সংযোগ সূর্যাস্তের পর হবে। তাই ওই সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না।  

একইভাবে গাল্ফ নিউজকে দেওয়া এক বিবৃতিতে আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী এবং এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমির সদস্য ইব্রাহিম আল-জারওয়ান বলেন, জ্যোতির্বিজ্ঞান ইঙ্গিত দিচ্ছে যে, ২০২৫ সালের ২৯ মার্চ সূর্যাস্তের পর শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব।

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জানায়, ২৯ মার্চ শনিবার সিডনি সময় রাত ৯টা ৫৭ মিনিটে, পার্থের সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটের দিকে শাওয়ালের চাঁদের জন্ম হবে।

দুই ক্ষেত্রেই চাঁদের উদয় হবে সূর্যাস্তের পর। যেহেতু নতুন চাঁদ সূর্যাস্তের আগে দেখা যাবে না, তাই শাওয়াল সেদিন থেকে শুরু হতে পারে না।

এই হিসাব অনুযায়ী, রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং রোববার (৩০ মার্চ) হবে পবিত্র মাসটির শেষ দিন। সেক্ষেত্রে ঈদুল ফিতর হবে সোমবার (৩১ মার্চ)।

এদিকে, শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে রোববার (৩০ মার্চ)। সন্ধ্যায় সাড়ে ছয়টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভায় উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।