ঢাকা, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার জায়ান্ট শার্ক ড্রোন ধ্বংস করল হুতি যোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
এবার জায়ান্ট শার্ক ড্রোন ধ্বংস করল হুতি যোদ্ধারা

ইয়েমেনি হুতি যোদ্ধারা ইসরায়েলের জাফা শহরে দেশটির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। অভিযানে তারা দেশিয়ভাবে তৈরি ইয়াফা ড্রোন ব্যবহার করে।

ইয়েমেনের সা’দা গভর্নরেটে একটি ‘জায়ান্ট শার্ক এফথ্রিসিক্সটি’ গোয়েন্দা ড্রোনকেও তারা ভূপাতিত করেছে।

শুক্রবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে হুতি গোষ্ঠী জানিয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবকে টার্গেট করে তাদের প্রতিশোধমূলক অভিযানটি চালানো হয়। গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত ইসরায়েলি নির্যাতন ও প্রতিদিন মার্কিন সহায়তায় পরিচালিত গণহত্যার প্রতিক্রিয়া হিসাবে পরিচালিত হয়।

আলাদা একটি ঘটনায় হুতি যোদ্ধাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি জায়ান্ট শার্ক এফথ্রিসিক্সটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে। ড্রোনটি ইয়েমেনের উত্তর সা’দা গভর্নরেটে অভিযান চালানোর সময় ধরা পড়ে। হুতিদের বিবৃতি থেকে জানা গেছে, দেশিয়ভাবে তৈরি একটি ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়।

ইয়েমেনি জাতির সকল স্বাধীন মানুষকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে হুতি যোদ্ধারা। ইস্যুটি নিয়ে সকলের নিষ্ক্রিয়তার ফলে অন্যান্য আরব ও ইসলামি দেশগুলোয় ইসরায়েলি আগ্রাসনের বিস্তারের আশঙ্কা সম্পর্কে গোষ্ঠীটি সতর্ক করে বিবৃতি দিয়েছে। ইসরায়েলি সরকার তাদের আক্রমণ বন্ধ না করা ও গাজা থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হুতি বাহিনী অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।

শুক্রবার দিনের শুরুতে হুতি বাহিনী লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করে। এতে ইয়েমেনের বিরুদ্ধে দুটি পরিকল্পিত মার্কিন বিমান হামলা ব্যর্থ হয়ে যায়। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানও আক্রমণের শিকার হয়। হুতি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ইয়েমেনে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে ওই অভিযান চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
এমএইচডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।