ঢাকা, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে হামলার ব্যাপারে রাশিয়া-তুরস্কের ‘না’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
ইরানে হামলার ব্যাপারে রাশিয়া-তুরস্কের ‘না’

ইরানের পারমাণবিক ইস্যুটি রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কোর মুখপাত্র দিমিত্রি পেসকভ এ আহ্বান জানিয়ে বলেছেন, সমস্যাটি কেবল শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত।

আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করুক তা তার দেশ চায় না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানানোর পর দেশটিতে হামলা শুরুর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এমন হুমকির ব্যাপারে আপত্তি জানিয়ে পেসকভ বলেন, রাশিয়া মনে করে ইরানের পারমাণবিক ডসিয়ারের সমস্যাটি রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত। সব বিষয় নিয়ে আলোচনা করার সময় কূটনৈতিক প্রচেষ্টার ওপরেও মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।

পেসকভ উল্লেখ করেছেন, রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে নিযুক্ত। তা সত্ত্বেও ইরান এখনো রাশিয়ার মিত্র ও অংশীদার। তিনি জোর দিয়ে বলেন, মস্কো ও তেহরান বহুমুখী সম্পর্ক গড়ে তুলেছে।

তুরস্কও একইরকম বার্তা দিয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক চুক্তি না হলে ইরানে বোমা হামলা চালানোর বিষয়ে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, তুরস্ক ওই অঞ্চলে অস্থিতিশীলতার নতুন উৎসে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করুক তা তার দেশ চায় না।

এক সংবাদসংস্থাকে ফিদান বলেন, ওই অঞ্চল অস্থিতিশীলতার আরেকটি বড় উৎস হলো নতুন করে যুদ্ধ। এটি মেনে নেওয়ার মতো নয়। এ ধরনের হামলার ক্ষেত্রে কী ধরণের উত্তেজনা দেখা দিতে পারে, তা অজানা। তাই ইরানের ওপর কোনো মার্কিন হামলা তুরস্ক দেখতে চায় না। অতীতের মতো উভয় পক্ষ ও আগ্রহী পক্ষের দ্বারা শান্তিপূর্ণ আলোচনার আয়োজন দেখতে হবে।

গত ৩০ মার্চ ইরানে হামলার হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে দুই সপ্তাহের মধ্যে ইরানের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। চুক্তি সম্পূর্ণ প্রত্যাখ্যান করলে দেশটির ওপর নজিরবিহীন বোমা হামলার হুমকিও দেন তিনি।

এমন হুমকির পর ইরানি কর্মকর্তারা কড়া সতর্কবার্তা দিয়েছেন। তারা বলেছেন, ইরানের ওপর যেকোনো আক্রমণের জবাব দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।