ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অবশেষে মার্কিন নৃত্যশিল্পী কারেলিনাকে মুক্তি দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
অবশেষে মার্কিন নৃত্যশিল্পী কারেলিনাকে মুক্তি দিল রাশিয়া

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে রুশ-মার্কিন দ্বৈত নাগরিক কেসেনিয়া কারেলিনাকে মুক্তি দিয়েছে রাশিয়া। রাশিয়ার কারাগারে এক বছরের বেশি সময় বন্দি ছিলেন এই মার্কিন-রাশিয়ান ব্যালে নৃত্যশিল্পী।

মার্কিন কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রুশ গণমাধ্যম দ্য মস্কো টাইমস

এছাড়া এ খবরের সত্যতা নিশ্চিত করে এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি। তিনি লিখেছেন, ‘কেসেনিয়া কারেলিনা বিমানযোগে যুক্তরাষ্ট্রে ফিরছেন। রাশিয়া তাকে এক বছরেরও বেশি সময় ধরে অন্যায়ভাবে আটকে রেখেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প তার মুক্তি নিশ্চিত করেছেন। তিনি (ট্রাম্প) সকল আমেরিকানদের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবেন। ’

কেসেনিয়া কারেলিনার আইনজীবী মিখাইল মুশাইলভ জানান, কারেলিনা বন্দি বিনিময়ের আওতায় ছিলেন। আবুধাবি বিমানবন্দরে বন্দি বিনিময় সম্পন্ন হওয়ার পর কারেলিনা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কয়েক ঘণ্টা আগে তিনি বিমানে করে আবুধাবি ছেড়েছেন।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) পরে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএসকে জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারেলিনাকে ক্ষমা করেছেন এবং বলেছেন যে, রাশিয়ায় সংবেদনশীল মার্কিন-তৈরি মাইক্রোইলেকট্রনিক্স রপ্তানির অভিযোগে ২০২৩ সালে সাইপ্রাসে গ্রেপ্তার জার্মান-রাশিয়ান দ্বৈত নাগরিক আর্থার পেট্রোভের সঙ্গে কারোলিনাকে বিনিময় করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ক্যারেলিনাকে ২০২৪ সালের জানুয়ারিতে রাশিয়ার ইয়েকাটেরিনবার্গ শহরে পরিবারের সঙ্গে দেখা করার সময় গ্রেপ্তার করা হয়। প্রথমে তার বিরুদ্ধে ‘সাধারণ অপরাধের’ অভিযোগ আনা হয়েছিল। পরে তার বিরুদ্ধে একটি ইউক্রেনীয় দাতব্য প্রতিষ্ঠানে প্রায় ৫০ ডলার দান করার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।