হায়দারাবাদ: ভারতের সবচেয়ে বড় কর্পোরেট প্রতারণার সঙ্গে জড়িত ব্যবসায়ী প্রতিষ্ঠান সত্যমের সাবেক প্রধানের বিচার মঙ্গলবার শুরু হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে কোম্পানির মুনাফা বেশি করে প্রদর্শন করেছেন।
২০০৯ সালের জানুয়ারিতে সত্যমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বি রামলিঙ্গা রাজু এ ধরনের প্রতারণার আশ্রয় নিলে ভারতের বাণিজ্যবিশ্বে বিশৃঙ্খলা দেখা দেয়।
দণিাঞ্চলীয় শহর হায়দারাবাদ থেকে রাজুর আইনজীবী ভরত কুমার বলেন, ‘আদালত শুনানির জন্য প্রত্যদর্শীদের তলব করবেন। ’
রাজুর বিরুদ্ধে যড়যন্ত্র, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। তিনি একটি বিবৃতিতে আত্মপ স্বীকার করে জানান, বহু বছর ধরে তিনি তার কোম্পানির মুনাফা অত্যধিক বাড়িয়ে বলেছেন। তিনি কোম্পানির ব্যালান্স শিটে ১০০ কোটি ডলারের বেশি বাড়িয়ে দেখিয়েছেন।
ভরত কুমার জানান, রাজু, তার ভাই বি. রাম রাজু ও তার নয়জন উর্ধ্বতন নির্বাহী মঙ্গলবার আদলতের মুখোমুখি হচ্ছেন।
হায়দারাবাদভিত্তিক এই কোম্পানিটি তার দুর্নাম ছড়িয়ে পড়লে ‘ভারতের এনরন’ হিসেবে পরিচিতি পায়। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক প্রতিষ্ঠান এনরনের ২০০১ সালে পতন হয়। কোম্পানিটি একইরকম মুনাফার অতিরঞ্জন প্রদর্শন করলে তা ফাঁস হয়ে পড়ে।
ভারতের কেন্দ্রীয় সংস্থা সিবিআই আদালতকে জানিয়েছে, তার জামিন বাতিল করা উচিৎ। কারণ রাজু প্রত্যদর্শীদের প্রভাবিত করতে পারেন। রাজু এ মুহূর্তে অসুস্থতার অজুহাত দেখিয়ে জামিনে রয়েছেন।
সুপ্রিম কোর্ট নিম্ন আদালতকে আগামী বছরের ৩১ জুলাইয়ের মধ্যে রাজুর মামলা সমাপ্ত করার আদেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০