ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুতে গোয়েন্দা ব্যর্থতা মানল মোদী সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
কাশ্মীর ইস্যুতে গোয়েন্দা ব্যর্থতা মানল মোদী সরকার

কলকাতা: কাশ্মীর ইস্যুতে বিরোধীদের প্রশ্নে বৈঠকে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে মোদী সরকার।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের সংসদ ভবনে সর্বদলীয় বৈঠকে পহেলগাঁওকাণ্ড নিয়ে আলোচনা উঠলে এ ব্যর্থতার কথা স্বীকার করে নেন সরকার দলীয় সংসদ সদস্যরা।

 

বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং- এর নেতৃত্বে উপস্থিত ছিলেন দেশটির সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সেখানে বিরোধীরা সবাই সমস্বরে জানান, কাশ্মীর ইস্যু নিয়ে কেন্দ্র সরকার যা পদক্ষেপ নেবে, তাতে পূর্ণ সমর্থন রয়েছে বিরোধীদের।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যদি ভুল না হয়ে থাকে, তা হলে আমরা এখানে বসে আছি কেন? কোথাও না কোথাও ব্যর্থতা রয়েছে, তা খুঁজে বের করতে হবে।

বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, আমরা চাই যত তাড়াতাড়ি কাশ্মীরে শান্তি ফিরে আসুক। রাহুল গান্ধী শিগগিরিই কাশ্মীরের অনন্তনাগ জেলায় যাবেন, যেখানে আহতদের চিকিৎসা চলছে।  

বৈঠকের বিষয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের পাশে রয়েছি আমরা। গোটা দেশকে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে। সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বার্তা দেওয়া হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছি।

সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুর পরে জানিয়েছেন, এদিনের বৈঠকে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ও সরকারের শীর্ষ কর্তারা সংসদের সদস্যদের বিস্তারিত জানিয়েছেন। কোথায় ত্রুটি হয়েছিল এবং কী পরিস্থিতিতে এই হামলা ঘটেছে তা জানানো হয়েছে। গোটা দেশ এই কঠিন সময়ে একজোট রয়েছে।  

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি (শারদ পাওয়ার গোষ্ঠী) সাংসদ সুপ্রিয়া সুলে,  এনসিপি সাংসদ প্রফুল্ল প্যাটেল, এআইএমআইএম সংসদ আসাদুদ্দিন ওয়াইসি, বিজু জনতা দল সাংসদ সুস্মিত পাত্র, তেলেগু দেশম পার্টি (টিডিপি) সাংসদ শ্রী কৃষ্ণা দেবারালু, তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে, আপ সংসদ সঞ্জয় সিং, ডিএমকে সাংসদ টি শিবা, রাষ্ট্রীয় জনতা দল সাংসদ প্রেমচাঁদ গুপ্তা, সমাজবাদী পার্টির সংসদ রামগোপাল যাদব।

এর আগে বুধবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্তাদের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের পহেলগাঁও ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন।  

সেখানে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলেছিলেন, সব রাজনৈতিক দল একযোগে এই বর্বর হামলার নিন্দা করেছি এবং সরকারকে যেকোনো পদক্ষেপ গ্রহণের জন্য পূর্ণ সমর্থন জানাচ্ছি। প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রাহুল বলেছিলেন, যা অ্যাকশন নেওয়ার নিন। পুরো সাপোর্ট করব।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
ভিএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।