ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন ‘চুক্তি খুব কাছাকাছি’, জানালেন ডোনাল্ড ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
রাশিয়া-ইউক্রেন ‘চুক্তি খুব কাছাকাছি’, জানালেন ডোনাল্ড ট্রাম্প 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন  ‘একটি চুক্তির খুব কাছাকাছি’ চলে এসেছে। এর আগে তার দূত স্টিভ উইটকফ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে উচ্চপর্যায়ের বৈঠক করেন।

 

ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটি ছিল একটি ‘সফল দিন’ এবং আলোচনাগুলো ভালো হয়েছে। অন্যদিকে, ক্রেমলিনের পক্ষ থেকে বৈঠকটিকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করা হয়েছে, যদিও বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

তিন ঘণ্টাব্যাপী এই বৈঠককে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ ‘খুবই ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, শুধু ইউক্রেন নয়, অন্যান্য আন্তর্জাতিক ইস্যুতেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান কাছাকাছি। বিশেষ করে ইউক্রেন সংকট সমাধানে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের সরাসরি আলোচনার সম্ভাবনা নিয়েও কথা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, প্রধান প্রধান বিষয়ে আমরা একমত হয়েছি এবং রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের উচ্চপর্যায়ের বৈঠকে বসে চুক্তির কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাতে নিজের ভিডিও ভাষণে বলেন, রাশিয়ার ওপর প্রকৃত চাপ প্রয়োগ করা জরুরি যাতে তারা নিঃশর্তভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, যদি রাশিয়া একটি ‘সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি’ মেনে নেয়, তাহলে ইউক্রেন কিয়েভ ও মস্কোর মধ্যকার আঞ্চলিক বিষয়গুলো আলোচনায় আনতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় ইউক্রেনকে হয়তো রাশিয়া দখলকৃত কিছু বড় অংশ ছেড়ে দিতে হতে পারে।

রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে গিয়ে ট্রাম্প আরও জানান, তিনি রাশিয়ার ২০১৪ সালে অবৈধভাবে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার অধীনে রাখার পক্ষে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরু করে এবং বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।