ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ওমানের ক্রাউন প্রিন্সের বিয়ে, দেশজুড়ে শুভেচ্ছার বন্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, এপ্রিল ২৮, ২০২৫
ওমানের ক্রাউন প্রিন্সের বিয়ে, দেশজুড়ে শুভেচ্ছার বন্যা ওমানের ক্রাউন প্রিন্স সাইয়্যিদ থায়াজিন বিন হাইথাম আল সাইদ

আধুনিক ওমানের প্রথম ক্রাউন প্রিন্স সাইয়্যিদ থায়াজিন বিন হাইথাম আল সাইদ গত ২৪ এপ্রিল বিয়ে করেছেন। মাস্কটের ঐতিহাসিল আল আলাম প্রাসাদের মাজাই হলে এক রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

নববধূ সাইয়্যিদা আলিয়া বিনতে মোহাম্মদ আল বুসাইদি ওমানের এক প্রভাবশালী পরিবারের সদস্য। তার এক চাচা সাইয়্যিদ সাউদ আল বুসাইদি মাস্কটের গভর্নর এবং অপর চাচা আহমেদ বিন হিলাল আল বুসাইদি সংযুক্ত আরব আমিরাতে ওমানের রাষ্ট্রদূত।

বিয়ের অনুষ্ঠানে ওমানের সুলতান হাইথাম বিন তারিক, রাজপরিবারের সদস্য এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্রাউন প্রিন্স থায়াজিন ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

২০২১ সালে সংবিধানের এক সংশোধনীর মাধ্যমে ওমানের প্রথম ক্রাউন প্রিন্স মনোনীত হন থায়াজিন। যা দেশটির উত্তরাধিকার প্রক্রিয়াকে আনুষ্ঠানিক রূপ দেয়। ২০২২ সালে তিনি রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও দেশটির সংস্কৃতি, ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবেও দায়িত্বও পালন করেছেন তিনি।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নবদম্পতির ছবি। দুই পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে দেখা গেছে তাদের। ওমানের জনগণ শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন এই নবদম্পতিকে।

এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।