ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

দ্রুত সেবা দিতে দুবাইকে ‘শহুরে ও গ্রামীণ’ অঞ্চলে ভাগ করছে পুলিশ  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, মে ৩, ২০২৫
দ্রুত সেবা দিতে দুবাইকে ‘শহুরে ও গ্রামীণ’ অঞ্চলে ভাগ করছে পুলিশ   ফাইল ছবি

নিরাপত্তা ও জরুরি সেবার গতি বাড়াতে নতুন একটি উদ্যোগ নিতে যাচ্ছে দুবাই পুলিশ।  

শনিবার (৩ এপ্রিল) দুবাই পুলিশ ঘোষণা দিয়েছে, তারা গোটা আমিরাতকে ‘শহুরে’ এবং ‘গ্রামীণ’ দুই ভাগে ভাগ করতে যাচ্ছে।

উদ্দেশ্য হলো— নিরাপত্তা জোরদার করা এবং জরুরি মুহূর্তে সাড়া দেওয়ার সময় আরও দ্রুত করা।

দুবাই পুলিশের এক কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তথ্য শেয়ার করেছেন।  

এই নতুন কৌশল টহল, জনবল ও প্রযুক্তিগত সম্পদের আরও কার্যকরভাবে বণ্টনে সহায়তা করবে। প্রতিটি জোনে ব্যবহার করা হবে স্মার্ট প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, যা পুলিশ কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করে তুলবে।

দুবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল খালিল ইব্রাহিম আল মানসুরি জানিয়েছেন, এই পুনর্গঠন আমাদের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবায় দক্ষ জনবল আরও সঠিকভাবে বণ্টনে সাহায্য করবে।

ব্রিগেডিয়ার তুর্কি বিন ফারিস বলেন, এই উদ্যোগ দুবাই পুলিশের সামগ্রিক দক্ষতা বাড়াবে এবং বিশেষ করে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, এর ফলে পুরো আমিরাতে নিরাপত্তা কভারেজ আরও শক্তিশালী হবে এবং সরকারের দীর্ঘ মেয়াদী লক্ষ্য যেমন- জনগণের নিরাপত্তা, স্বস্তি ও সুখের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে।

এই পদক্ষেপটি ‘দুবাই আর্বান প্ল্যান ২০২৪’-এর অংশ, যা শহরের অবকাঠামো এবং জননিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে। নতুন এই জোন-ভিত্তিক কাঠামো দুবাইকে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর একটি হিসেবে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: খালিজ টাইমস

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।