ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে হামলাকে ‘অপারেশন সিঁদুর’ বলছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০২, মে ৭, ২০২৫
পাকিস্তানে হামলাকে ‘অপারেশন সিঁদুর’ বলছে ভারত

ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। খবর বিবিসির।

 

‘এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অবস্থিত অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ’

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই অবকাঠামোগুলো থেকে ভারতের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হচ্ছিল।

বিবৃতিতে আরও বলা হয়— ‘ভারতের পদক্ষেপ ছিল লক্ষ্যভিত্তিক, পরিমিত এবং উত্তেজনা না-উসকে দেওয়ার মতো। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন ও অভিযান পরিচালনায় ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে। ’

ভারত সরকার জানায়, গত মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর চালানো প্রাণঘাতী হামলার পর এই অভিযান শুরু করা হলো।

সেই হামলায় বেশ কয়েকজন নিরীহ পর্যটক নিহত হন, যার জন্য পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেই দায়ী করে ভারত।

ভারতের দাবি, এই সামরিক অভিযান প্রতিরক্ষামূলক এবং এর লক্ষ্য কেবল সন্ত্রাসবাদবিরোধী অবকাঠামো ধ্বংস করা।

এদিকে, পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, এই হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।