ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

‘আমরা ৭১-এর যুদ্ধের প্রতিশোধ নিয়েছি’, বললেন শেহবাজ শরিফ

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৮, মে ১৪, ২০২৫
‘আমরা ৭১-এর যুদ্ধের প্রতিশোধ নিয়েছি’, বললেন শেহবাজ শরিফ বুধবার শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

পহেলগাঁওকাণ্ডে পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত। এতে পাকিস্তানে নারী-শিশুসহ বহু বেসামরিক নাগরিকের মৃত্যুসহ স্থাপনা ধ্বংস হয়।

পাল্টা জবাবে ‘বুনিয়ানুম মারসুস’ অপারেশন চালায় পাকিস্তান। এতে ভারতের ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ইসলামাবাদের।

সেই পাল্টা হামলার মাধ্যমে পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে -  এমনই দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বুধবার (১৪ মে) শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’-এ অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

শেহবাজ শরিফ বলেন, ‘এই অভিযান পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সাহসী সেনারা ভারতের অপ্ররোচিত আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিয়ে দিয়েছে। এর মধ্য দিয়েই ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে। ’

তিনি বলেন, ‘ইতিহাস চিরকাল মনে রাখবে— কীভাবে পাকিস্তানের রক্ষীরা ভারতের আগ্রাসন ঠেকিয়ে দিয়েছিল মাত্র কয়েক ঘণ্টার মধ্যে। ’

প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনির এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুও উপস্থিত ছিলেন।

সেনাদের উদ্দেশ্যে শেহবাজ শরিফ আরও বলেন, অটল সংকল্পে শক্তিশালী বীর পাকিস্তান সশস্ত্র বাহিনী বীরত্বের সঙ্গে  তাদের মাতৃভূমিকে রক্ষা করেছে এবং প্রতিপক্ষের কাপুরুষোচিত আগ্রাসনের বিরুদ্ধে এক চূড়ান্ত আঘাত হেনেছে। পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সাফল্যের ওপর বই লেখা হবে।  

ভারতের বিরুদ্ধে এ অভিযানকে দেশটির সশস্ত্র বাহিনীর সাহসিকতা এবং পেশাদারিত্বের প্রমাণ বলে অভিহিত করেন তিনি।

সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর নেতৃত্ব এবং কর্মীদের প্রশংসা করে শেহবাজ শরিফ বলেন, তারা পাকিস্তানের শত্রুদের তাদের যোগ্যতা-অবস্থান বুঝিয়ে দিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শেহবাজ শরিফ বলেন, ‘মোদী, আপনার আগুনঝরা বক্তব্য আপনার কাছেই রাখুন। পাকিস্তান শান্তি চায়, তবে এই আকাঙ্ক্ষাকে আমাদের দুর্বলতা ভেবে ভুল করবেন না। ’

পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বিশ্ব জানে ১৯৭১ সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। এখন তারাই বেলুচ লিবারেশন আর্মি ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মতো গোষ্ঠীগুলোর পেছনে আছে। ’

নরেন্দ্র মোদীর প্রশ্রয়ে এসব হচ্ছে বলে অভিযোগ করেন শেহবাজ।

ভারতের প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দেন শেহবাজ শরিফ,‘মোদী, আপনি যদি আরও একবার আগ্রাসনের চেষ্টা করেন, তবে এমন পরিণতি হবে যা আপনার কল্পনারও বাইরে। ’ 

সূত্র: জিও নিউজ

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।