গাজায় ইসরায়েলি দখলদারিত্বের নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। অঞ্চলটিতে মানবিক সাহায্যে বাধা দেওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ মে) টিএফওয়ান টেলিভিশনে কথা বলার সময়, ম্যাক্রোঁ ইসরায়েলের অবরোধকে অগ্রহণযোগ্য এবং লজ্জাজনক বলে বর্ণনা করেন। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ রসদ পৌঁছানোর প্রয়োজনের ওপর তিনি জোর দেন।
অবরুদ্ধ গাজায় বাড়তে থাকা মানবিক সংকট নিয়ে হতাশা প্রকাশ করে ম্যাক্রোঁ বলেন, ‘বেনইয়ামিন নেতানিয়াহুর সরকার যা করছে তা অগ্রহণযোগ্য। পানি নেই, ওষুধ নেই, আহতরা বের হতে পারছে না, চিকিৎসকরা ভেতরে যেতে পারছে না। তিনি যা করছেন তা লজ্জাজনক। ’
আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, “আমাদের যুক্তরাষ্ট্রকে প্রয়োজন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আমার ‘কড়া ভাষায়’ কথা হয়েছে। আমি রেগে গিয়েছিলাম। কিন্তু ইসরায়েল আমাদের ওপর নির্ভর করে না। তারা মার্কিন অস্ত্রের ওপর নির্ভর করে। ”
ফরাসি প্রেসিডেন্ট এই বছরের শুরুতে মিশর-ফিলিস্তিন সীমান্তে তার সফরের কথা স্মরণ করেন। সেখানে তিনি গাজায় ফিলিস্তিনিদের কাছে সাহায্য পৌঁছাতে বাধা তৈরির বিষয়টি দেখতে পান। তিনি অভিযোগ করেন, ফ্রান্স এবং অন্যান্য দেশগুলো যে সমস্ত সাহায্য পাঠায় তা ইসরায়েলিরা আটকে দেয়।
ইসরায়েলি সংবাদপত্র মারিভ সতর্ক করে দিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের মধ্যে চুক্তির সম্ভাব্য পুনর্মূল্যায়ন দুইপক্ষের সম্পর্ক টলিয়ে দিতে পারে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি দখলদারিত্বের যুদ্ধে মৃতের সংখ্যা ৫২ হাজার ৯০০ ছাড়িয়েছে। এক লাখ ১৯ হাজার ৭০০ জনেরও বেশি আহত হয়েছে। শুধুমাত্র ১৮ মার্চ থেকে দুই হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং সাত হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়েছে।
এসএএইচ