ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ১৪৩

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২২, মে ১৬, ২০২৫
গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ১৪৩ ফাইল ছবি

গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক।

এতে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। শুক্রবার আল জাজিরা এমনটি জানায়।

কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার (১৫ মে) ভোর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৪৩ জন ফিলিস্তিনির প্রাণ গেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

জাবালিয়া শরণার্থী শিবিরের একটি মেডিকেল ক্লিনিকে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই হামলায় আল-তাওবাহ ক্লিনিকের ওপরের তলায় রোগীরা ‘ছিন্নভিন্ন’ হয়ে গেছেন। নিহত ১৩ জনের মধ্যে শিশুও রয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫৩ হাজার ১০ জনে পৌঁছেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৯৯৮ জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।