ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন ড্রোনযুদ্ধ থেকে শিখছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৯, মে ২৬, ২০২৫
রাশিয়া-ইউক্রেন ড্রোনযুদ্ধ থেকে শিখছে যুক্তরাষ্ট্র

ইউক্রেন সংঘাতে ড্রোন যুদ্ধগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া নজর আছে। স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই কথা বলেছেন।

 

শনিবার ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমির স্নাতকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের প্রয়োগ করা ড্রোন কৌশলই যুক্তরাষ্ট্র শিখছে। তার মতে, যুদ্ধের দ্রুত বদলাতে থাকা অবস্থার মধ্যে সবার উপরে থাকা গুরুত্বপূর্ণ।

যুদ্ধে ড্রোনকে কোনাকুনিভাবে, নির্ভুলভাবে শত্রুপক্ষের স্থাপনায় নেমে আসার বিষয়টি নিয়ে ট্রাম্প বলেন, আগে কখনো এরকম কিছু দেখা যায়নি। সামরিক কৌশলের ক্ষেত্রে হালনাগাদ থাকার জন্য তিনি ক্যাডেটদের ঝুঁকি নিতে এবং ভিন্নভাবে কাজ করার সাহস দেখাতে আহ্বান জানান।  

সম্প্রতি সংবাদমাধ্যম টাইমস রিপোর্ট করেছে, মনুষ্যবিহীন আকাশযান ইউএভি উৎপাদন এবং তা যুদ্ধক্ষেত্রে ব্যবহার দুই ক্ষেত্রেই ইউক্রেনকে পরাজিত করছে রাশিয়া।

ফাইবার অপটিক দিয়ে অপারেটরের সঙ্গে সরাসরি যুক্ত রুশ ড্রোনগুলো শনাক্ত করা বা আটকানো কঠিন। ড্রোনগুলোকে ওই ফাইবার অপটিক ক্যাবেল দিয়ে নির্দেশনা দেওয়া হয়। অত্যন্ত কৌশলগত ওই কিলার ড্রোনগুলোকে ইলেকট্রনিক সিগন্যাল দিয়ে জ্যাম করা যায় না। রেডিওভিত্তিক ড্রোন ডিটেক্টর ইউনিট দিয়েও সেগুলোকে শনাক্ত করা কঠিন। রাশিয়ান চালকহীন আকাশযানগুলো যুদ্ধক্ষেত্রের সামনের সারির গঠন, যুদ্ধের কৌশল এবং যুদ্ধরত সৈন্যদের মনস্তত্ত্ব বদলে দিচ্ছে। ড্রোনগুলো ব্যবহার করে ইউক্রেনীয় সামরিক বাহিনীর রসদ ধ্বংস করা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত এপ্রিল মাসে যুদ্ধক্ষেত্রে ড্রোনগুলোর ভূমিকা তুলে ধরেন। রাশিয়ান সামরিক-শিল্প কমিটির এক সভায় ভাষণ দেওয়ার সময়, তিনি চালকহীন আকাশযানগুলোকে যুদ্ধক্ষেত্রে সাফল্যের অন্যতম গুরুতর কারণ বলেন। তার মতে, ২০২৪ সালজুড়ে প্রতিদিন চার হাজার ফার্স্ট পারসন ভিউ ড্রোন সৈন্যদের কাছে পাঠানো হয়।

ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান থেকে শুরু করে অন্যান্য ড্রোন পর্যন্ত বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ফার্স্ট পারসন ভিউ চালকহীন আকাশযানগুলোর বেশিরভাগই আত্মঘাতী ড্রোন হিসেবে ব্যবহার করেছে রুশ সামরিক বাহিনী। এই মাসের শুরুতে তারা একটি ভিডিও প্রকাশ করে। সেখানে আরও ব্যয়বহুল ইউক্রেনীয় পর্যবেক্ষণ ড্রোনের বিরুদ্ধে কম দামের ফার্স্ট পারসন ভিউ ড্রোনের সফল ব্যবহারের চিত্র তুলে ধরা হয়।

এমএইচডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।