ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসে মাস্ক পরিহিতদের গ্রেপ্তারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, জুন ৯, ২০২৫
লস অ্যাঞ্জেলেসে মাস্ক পরিহিতদের গ্রেপ্তারের নির্দেশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে চলমান বিক্ষোভে মাস্ক পরিহিত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, মুখে মাস্ক পরা ব্যক্তিদের এখনই গ্রেপ্তার করুন।

এর আগেও একাধিক পোস্টে ট্রাম্প বিক্ষোভকারীদের মাস্ক পরা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি সাফ জানিয়ে দেন, এখন থেকে বিক্ষোভের সময় কেউ মুখ ঢেকে মাস্ক পরলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার (৬ জুন) লস অ্যাঞ্জেলেসের উপশহর প্যারামাউন্টে অভিবাসনবিরোধী অভিযানে নামে ক্যালিফোর্নিয়া পুলিশ ও যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। এই অভিযানের লক্ষ্য ছিল, নথিবিহীন অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা। তবে অভিযান শুরুর পরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে অভিবাসনপ্রত্যাশীরা।

উল্লেখ্য, প্যারামাউন্ট অঞ্চলটি মূলত মেক্সিকো এবং লাতিন আমেরিকার দেশ থেকে আসা অভিবাসী অধ্যুষিত এলাকা। এখানকার অধিকাংশ বাসিন্দার বৈধ বসবাসের কাগজপত্র নেই এবং স্থানীয়ভাবে তারা স্প্যানিশ ভাষায় যোগাযোগ করেন।

শুক্রবারের সেই সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে প্যারামাউন্ট ছাড়িয়ে লস অ্যাঞ্জেলেস শহরের বিভিন্ন এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার (৭ জুন) শহরে মোতায়েন করা হয় মার্কিন ন্যাশনাল গার্ডের ২ হাজার সদস্য।

তবে সেনা মোতায়েনের পরও উত্তেজনা প্রশমিত হয়নি। সরকারি অফিস ও ভবনগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় সেখানে অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। যদিও এখনও পর্যন্ত কোনো ভবনে বড় ধরনের হামলার খবর পাওয়া যায়নি, তবে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।

পুলিশ এবং ন্যাশনাল গার্ড সদস্যদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করছে। নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে ইতোমধ্যে অন্তত ২০০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চলমান রয়েছে এবং মাস্ক পরা সক্রিয় বিক্ষোভকারীদের অগ্রাধিকার ভিত্তিতে টার্গেট করা হচ্ছে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।