ইন্দোনেশিয়ার বালি উপকূলে ফেরি ডুবে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ডজনেরও বেশি লোক।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার সুরাবায়া অফিস জানায়, ফেরিটি জাভা দ্বীপের পূর্ব উপকূলের বানিউয়াঙ্গি থেকে বালির উদ্দেশে যাত্রা করেছিল। বুধবার স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে ফেরিটি ডুবে যায়। ফেরিটিতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন।
সংস্থাটি জানায়, এখন পর্যন্ত ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। ফেরিডুবির কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ফেরি কর্তৃপক্ষ ইঞ্জিন সমস্যার কথা জানিয়েছিল। স্থানীয় এক গণমাধ্যম বলছে, এক কর্মকর্তা দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিকূল আবহাওয়ার কথা উল্লেখ করেছেন।
উদ্ধার হওয়া যাত্রীদের অনেকেই বানিউয়াঙ্গি উপকূলীয় এলাকার বাসিন্দা। বাকিরা জাভা দ্বীপের কেন্দ্রীয় অঞ্চল থেকে সেখানে গিয়েছিলেন।
বানিউয়াঙ্গির বাসিন্দা ইমরন বলেন, ফেরিটি পরপর তিনবার তীব্রভাবে কাত হয়ে যায়। তৃতীয়বারের পরই পানি যাত্রীদের কেবিনে ঢুকে পড়ে।
তিনি জানান, ফেরির একটি ফাঁকা জায়গা দিয়ে সাঁতরে তিনি সাগরে চলে যান এবং পরে একটি লাইফ জ্যাকেট খুঁজে পান। এরপর এক জেলের সহায়তায় তিনি উদ্ধার হন।
আরেক যাত্রী বেজো সান্তোসো বলেন, ফেরি কাত হতে শুরু করার তিন মিনিটের মধ্যেই ডুবে যায়। আমি সময়মতো লাফ দিয়ে লাইফ জ্যাকেট ধরে ফেলতে পেরেছিলাম।
ফেরি চলাচলের রুটটি ইন্দোনেশিয়ার অন্যতম ব্যস্ত জলপথ, যেখানে প্রায়ই জাভা ও বালি দ্বীপের মধ্যে স্থানীয়রা যাতায়াত করেন।
আরএইচ