দাবানলে পুড়ছে গ্রিসের ক্রিট দ্বীপ। সেখান থেকে দেড় হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার কমপক্ষে ২৩৫ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের কিছু কর্মীকে অ্যাথেন্স থেকে নেওয়া হয়। শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বাড়ি ও হোটেল পর্যন্ত পৌঁছেছে।
এদিকে স্পেনের উত্তর-পূর্বাঞ্চল কাতালোনিয়ায় দাবানলে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। এদিকে, চলমান তাপপ্রবাহে ফ্রান্স ও ইতালিতেও মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঝড়ো হাওয়ায় আগুন ক্রিট দ্বীপে বাড়ি ও হোটেল পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইরাপেত্রা শহরের একটি ইনডোর স্টেডিয়ামে ডজনখানেক বাসিন্দা ও পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে।
ক্রিটের উপ-দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জর্জ সাপাকোস গ্রিসের সরকারি সম্প্রচারমাধ্যম ইআরটিকে জানান, তিনটি বসতি থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে এবং এক হাজারের বেশি মানুষ তাদের বাড়ি ছেড়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে শ্বাসকষ্টের কারণে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।
এদিকে, ক্রিটের ভাইস-প্রেফেক্ট ইয়ানিস আন্দ্রুলাকিস জানান, আগুনের অন্তত তিনটি সক্রিয় কেন্দ্র রয়েছে এবং শক্তিশালী বাতাসের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন, এখনও বিভিন্ন জায়গায় নতুন করে আগুন লাগছে। আগুন ঝোপঝাড় এবং কৃষিজমি জ্বালিয়ে দিচ্ছে। বাতাসের গতিবেগ বেউফোর্ট স্কেলে ৯ পর্যন্ত উঠেছে।
টেলিভিশন চ্যানেল মেগাকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্দ্রুলাকিস জানান, রাতে পানিবাহী বিমান আগুনের স্থানে পৌঁছাতে পারেনি।
গ্রিক ফায়ার সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, আগুন নেভাতে ড্রোন এবং ১০টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবারের দৈনিক বুলেটিনে দমকল বিভাগ জানিয়েছে, ক্রিট ও দক্ষিণ গ্রিসে বন আগুনের ঝুঁকি এখনও অনেক বেশি।
আরএইচ