ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পুতিন-ট্রাম্প ফোনালাপ আজ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, জুলাই ৩, ২০২৫
পুতিন-ট্রাম্প ফোনালাপ আজ ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফোনালাপ করবেন বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন।

পুতিন প্রথম এই ফোনালাপের কথা জানান রাশিয়ান ব্র্যান্ডের একটি প্রদর্শনীতে।

সেখানে এক বিক্রেতাকে তিনি বলেন, ট্রাম্পকে তিনি মার্কিন বাজারে রাশিয়ান পণ্য প্রচারের পরামর্শ দেবেন।

ট্রাম্প পরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানান, ফোনালাপটি হবে ওয়াশিংটন সময় সকাল ১০টায়।

এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনে কিছু ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ স্থগিত করার কথা জানিয়েছে।  

এনবিসি নিউজকে সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কয়েক সপ্তাহ আগে মার্কিন গোলাবারুদের মজুত পর্যালোচনার নির্দেশ দেন। ওই পর্যালোচনার পরই তিনি সরবরাহ স্থগিতের সিদ্ধান্ত নেন।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এনবিসিকে বলেন, পেন্টাগনের পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পুতিন ও ট্রাম্পের মধ্যে কী আলোচনা হবে, সে বিষয়ে কোনো পক্ষ কিছু জানায়নি।

গত ১৪ জুন পুতিন ও ট্রাম্প শেষবার ফোনে কথা বলেন। তখন ইসরায়েল-ইরান সংঘাত এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার বিষয় উঠে এসেছিল।
 
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।