ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দিনভর ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬১

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, জুলাই ৬, ২০২৫
দিনভর ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬১

গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলা ও অভিযানে আজ(৬ জুলাই) সকাল থেকে অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বিভিন্ন হাসপাতাল সূত্র।

এদের মধ্যে কেবল গাজা শহরেই প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন।

অন্যদিকে, পশ্চিমতীরের নাবলুসের পূর্বাঞ্চলীয় সালেম শহরে দুইটি বাড়িতে অভিযান চালালে সেখানে একজন ফিলিস্তিনি নিহত হন এবং আরও কয়েকজন আহত হন বলে ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে।  

অভিযানের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষও ঘটে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, অভিযানে একটি বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। গুলিবিদ্ধ হয়ে আহত দুই জনের মধ্যে ৬২ বছর বয়সী একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, অপরজনকে আটক করেছে ইসরায়েলি সেনারা।

এদিকে, গাজার দক্ষিণের রাফাহ শহরে একটি স্কুল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। কেবল বিমান হামলাই নয়, বরং যুদ্ধ শুরুর পর থেকে ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকার অসংখ্য ভবন ইসরায়েলি সেনারা বিস্ফোরক পুঁতে ধ্বংস করেছে। এমন অনেক ঘটনার ভিডিও ধারণ করে তা প্রকাশও করেছে তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ এখন পর্যন্ত অন্তত ৫৭,৪১৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত করেছে ১,৩৬,২৬১ জনকে।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।