ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে জুনে বিক্রি হওয়া ১০টি গাড়ির মধ্যে একটি চীনা ব্র্যান্ডের

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, জুলাই ৭, ২০২৫
যুক্তরাজ্যে জুনে বিক্রি হওয়া ১০টি গাড়ির মধ্যে একটি চীনা ব্র্যান্ডের

জুন মাসে যুক্তরাজ্যে বিক্রি হওয়া প্রতি ১০টি গাড়ির মধ্যে একটি চীনের তৈরি। দেশটির সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য বের হয়ে এসেছে।

দেশটির গাড়ি নির্মাতা ও বিক্রেতাদের সংগঠন সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্সের (এসএমএমটি) তথ্যানুযায়ী, জুনে এমজি, পোলস্টার, বিওয়াইডি, ওমোডা ও জিকুর মতো চীনা ব্র্যান্ডের ১৮ হাজার ৯৪৪টি গাড়ি যুক্তরাজ্যে বিক্রি হয়েছে, যা মোট বিক্রির ১০ শতাংশ।

সংগঠনটি জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে বিক্রি হওয়া প্রতি ১২টি গাড়ির একটি হলো চীনা ব্র্যান্ডের। আগের দুই বছরে এ হার ছিল প্রায় ৫ শতাংশ। এবার তা বেড়ে ৮ শতাংশেরও বেশি হয়েছে, এসব গাড়ির বেশির ভাগই ছিল বিদ্যুচ্চালিত (ইভি)।

এসএমএমটির তথ্যানুযায়ী, যুক্তরাজ্যে এখন প্রতি চারজন ক্রেতার একজন ইভি কিনছেন। তবে সংস্থাটির প্রধান নির্বাহী মাইক হাউজ মনে করেন, এ চাহিদা মূলত গাড়ি নির্মাতাদের দেওয়া বড় ছাড়ের কারণে টিকে আছে।

সূত্র: বিবিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।