দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্য ক্ষতিগ্রস্ত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২২ জুলাই) হিন্দুস্তান টাইমস এ ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যাতে বলা হয়েছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই এয়ার ইন্ডিয়ার একটি বিমানের লেজে আগুনের ঘটনা ঘটে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার হংকং থেকে দিল্লিগামী ফ্লাইটের সহায়ক বিদ্যুৎ ইউনিটে আগুন ধরে যায়। ঘটনাটি ঘটে তখন, যখন বিমানটি গেটের কাছে এসে থামে। একই সময়ে যাত্রীরা বিমান থেকে নামছিলেন। তবে সিস্টেম ডিজাইন অনুযায়ী বিদ্যুৎ ইউনিট নিজেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। বিমানের কিছুটা ক্ষতি হলেও, যাত্রী ও ক্রু সদস্যরা স্বাভাবিকভাবেই বেরিয়ে আসতে সক্ষম হন, এবং সবাই নিরাপদে আছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানটির চলাচল বন্ধ করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাকেও ঘটনাটি জানানো হয়েছে।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে আগুন লাগার ঘটনাটি তদন্তনাধীন।
এমজে