ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে, এডিবির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, জুলাই ২৬, ২০২৫
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে, এডিবির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক এবং দেশের রপ্তানি ও শিল্প খাতের চলমান দুর্বলতার কারণে চলতি ২০২৫–২০২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে—এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সম্প্রতি প্রকাশিত এডিবির ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ জুলাই সংস্করণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করা হয়েছে।

যদিও নতুন কোনো নির্দিষ্ট হার উল্লেখ করা হয়নি।

গত এপ্রিল মাসে প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ১ শতাংশ।

এই সংশোধিত পূর্বাভাস এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র সরকার আগামী ১ আগস্ট থেকে কিছু নির্দিষ্ট বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে—যা আগে ৩৭% ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ সরকার বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নতুন শুল্ক নীতির প্রভাব কমাতে আলোচনা চালিয়ে যাচ্ছে।

বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি) খাতের শিল্প নেতারা ও অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, এই শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি বাজার। এর ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

মুদ্রাস্ফীতি কিছুটা স্থিতিশীল
মুদ্রাস্ফীতি বিষয়ে, এডিবি তার জুলাই আপডেটে বলেছে যে, ২০২৪–২০২৫ অর্থবছরে বৈশ্বিক পণ্যমূল্যের স্থিতিশীলতা এবং কঠোর আর্থিক ও রাজস্ব নীতির কারণে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে।

২০২৫–২৬ অর্থবছরের জন্য মূল্যস্ফীতির পূর্বাভাস অপরিবর্তিত রয়েছে। এপ্রিলের পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসবে বলে ধারণা করা হয়েছে—যা টানা তিন বছর উচ্চ মুদ্রাস্ফীতির পরে একটি স্বস্তিদায়ক ইঙ্গিত।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে মুদ্রাস্ফীতি নেমে এসেছে ৮.৪৮ শতাংশে, যা জুলাই ২০২২–এর পর সর্বনিম্ন। উল্লেখযোগ্যভাবে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি, যা ২০২৪ সালের জুলাই মাসে ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ ১৪.১০ শতাংশে পৌঁছেছিল, তা এখন কমে ৫ মাস ধরে ১০ শতাংশের নিচে রয়েছে।

এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ