টোকিও: চীন ও জাপানের জনগণের মধ্যে পারস্পরিক অবিশ্বাস বাড়ছে। রোববার চীনের বার্তা সংস্থা সিনহুয়া এবং জাপানের ইয়োমিওরি শিমবান পরিচালিত যৌথ জরিপে এতথ্য বেড়িয়ে এসেছে।
এক হাজার ৪০ জনের মতামত নেওয়ার পর জরিপে উল্লেখ করা হয়েছে, ৮৭ শতাংশ জাপানি বলেছেন তারা চীনের জনগণকে বিশ্বাস করেন না। এ সংখ্যা গত বছর ছিল ৬৯ শতাংশ।
অন্যদিকে ৭৯ শতাংশ চীনের নাগরিক জাপানিদের বিশ্বাস করেননা বলে জানিয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৬৩ শতাংশ।
জাপানের ৮০ শতাংশ জনগণ মনে করেন, বিতর্কিত জলসীমা দুই দেশের সুসম্পর্কের পথে বড় বাঁধা।
জরিপে ৯০ শতাংশ মতামতদাতা জাপানি মনে করেন প্রতিবেশী দুই দেশের সম্পর্ক অবনতি হয়েছে।
জরিপে অংশ নেওয়া ৮১ শতাংশ চীনের নাগরিক একই কথা মনে করেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১০