ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, জুলাই ৩০, ২০২৫
ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারতের বিরুদ্ধে কড়া সমালোচনা করে দেশটির রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনার কারণ দেখিয়ে ভারতের ওপর অতিরিক্ত জরিমানাও আরোপ করা হবে বলে জানান তিনি।

স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ট্রাম্প।

তিনি লেখেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর ধরে তারা আমাদের সঙ্গে তুলনামূলকভাবে অনেক কম বাণিজ্য করেছে। কারণ, তাদের শুল্ক বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। শুধু তাই নয়, ভারতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি অ-শুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা।

পোস্টে ট্রাম্প আরও বলেন, ভারত দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম এবং জ্বালানি আমদানি করে আসছে। এমন এক সময়েও তারা রাশিয়ার কাছ থেকে পণ্য কিনছে, যখন গোটা বিশ্ব চায় ইউক্রেনে রাশিয়ার বর্বরতা বন্ধ হোক। শুধু চীন নয়, ভারতও এখন রাশিয়ার জ্বালানির অন্যতম বৃহৎ ক্রেতা।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে— আগামী ১ আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করা সব ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একইসঙ্গে রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনার দায়ে ভারতকে অতিরিক্ত জরিমানাও দিতে হবে বলে জানান ট্রাম্প।

তিনি লেখেন, এই বিষয়টি নিয়ে বিশ্ববাসীর মনোযোগ কামনা করছি। ধন্যবাদ।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি যদি চূড়ান্ত না হয়, তাহলে নয়াদিল্লির পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। তার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক এবং জরিমানার ঘোষণা দিলেন তিনি।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।