যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
শনিবারের এই বৈঠক হয় চেভনিংয়ে, ল্যামির সরকারি বাসভবনে।
এই বৈঠক আমেরিকার অনুরোধে আয়োজন করা হয়। এতে ইউক্রেন, ইউরোপীয় দেশ এবং ন্যাটোর প্রতিনিধিরা ছিলেন। ল্যামি বলেন, ব্রিটেন ইউক্রেনকে অবিচল সমর্থন দিয়ে যাচ্ছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্ট বলেছেন, রুশ আগ্রাসীদের কাছে কোনো ভূমি ছাড়বেন না। তিনি শান্তি আলোচনায় ইউক্রেনকে বাধ্যতামূলকভাবে অংশ নিতে বলেছেন।
আগামী ১৫ আগস্ট আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে বৈঠক হবে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে কিছু ভূমি ছাড়তে হতে পারে, যা জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা প্রত্যাখ্যান করেছেন।
আরএইচ