ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রতি পাঁচ মিনিটে একজন রোগী ভর্তি হচ্ছে, আফগান চিকিৎসকের অভিজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, সেপ্টেম্বর ১, ২০২৫
প্রতি পাঁচ মিনিটে একজন রোগী ভর্তি হচ্ছে, আফগান চিকিৎসকের অভিজ্ঞতা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ।

উদ্ধারকাজ এখনো চলমান, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে মাটি ও কাঠের তৈরি অসংখ্য ঘরবাড়ি ধসে পড়ে।

কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে প্রাদেশিক হাসপাতালের প্রধান চিকিৎসক মুলাদাদ বলেন, ভূমিকম্পের পর থেকে প্রতি পাঁচ মিনিটে একজন করে রোগী ভর্তি হচ্ছেন। পুরো হাসপাতাল আহত রোগীতে পূর্ণ হয়ে গেছে। গত কয়েক ঘণ্টায় ১৮৮ জন আহত লোককে হাসপাতালে আনা হয়েছে। শয্যা ফুরিয়ে যাওয়ায় অনেককে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

মুলাদাদ পরিস্থিতিকে ‘অবিশ্বাস্য সংকট’ আখ্যা দিয়ে হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এদিকে, নানগারহার প্রদেশের প্রধান হাসপাতালে প্রায় ২৫০ জন আহতকে স্থানান্তর করা হয়েছে। মুলাদাদের হাসপাতালেই চারটি মরদেহ আনা হয়েছে। তিনি জানান, আরও বহু মরদেহ স্থানীয় অন্যান্য ক্লিনিকে পাঠানো হয়েছে।

আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।