ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের নতুন প্রধানমন্ত্রীকে ওবমার অভিন্দন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জুন ৬, ২০১০

টোকিও: জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কানকে আজ রোববার টেলিফোনে অভিন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওকিনাওয়া দ্বীপের বিমান ঘাঁটিকে কেন্দ্র করে সৃষ্ট অস্থির পরিস্থিতি তৈরি হলেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওবামা।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে সমস্যা সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রী।
   
তাছাড়া বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন বলেও হোয়াইট হাউস সূত্রে জানা যায়।

এর আগে বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা ওকাইনাওয়া দ্বীপ থেকে মার্কিন বিমান ঘাঁটি সরিয়ে দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়ে পদত্যাগ করেন। এই প্রতিশ্রুতি হাতোয়ামার দলকে ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

উল্লেখ্য, ১৯৯৫ সালে তিন মার্কিন সেনা ১২ বছরের এক স্থানীয় কিশোরীকে  ধর্ষণ করায় এ দ্বীপে ভিনদেশি সেনাবাহিনীর উপস্থিতিতে স্থানীয় জনগন ুদ্ধ।

বাংলাদেশ স্থানীয় সময়:১০১৬ ঘন্টা, ০৬ জুন, ২০১০
এসআইএস/এএইচএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।