ইয়াঙ্গুন: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি সাত বছর পর তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন। রোববার তার দলের সদর দপ্তরে বিপুল সংখ্যক সমর্থকদের উদ্দেশ্যে বলেন ‘গণতন্ত্র মানে বলার স্বাধীনতা।
শনিবার মুক্তির এটি সুচির প্রথম জনসভা।
সমর্থকদের উদ্দেশ্যে সুচি বলেন, আশা ছাড়বেন না। আহত হওয়ার কোনো কারণ নেই।
সুচি বলেন, ‘মানবাধিকারের প্রতি আমার আস্থা আছে। আইনের শাসনের প্রতি আমার বিশ্বাস আছে। ’
মুক্তির পর সুচি সমর্থকদের অভিনন্দন জানান। তিনি সমর্থকদের বলেন অনেক দিনে পর আপনাদের দেখে খুবই ভাল লাগছে।
মুক্তির পর সুচি তার ইয়াঙ্গুনের বাড়িতে উঠেছেন। বিগত দুই দশকের বেশির ভাগ সময় তিনি বন্দী অবস্থায় কাটিয়েছেন। তার মুক্তিকে বিশ্ব নেতা ও মানবাধিকার সংগঠনগুলো স্বাগত জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০